জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া
ধাপ ১ -
অনলাইনে আবেদন করুন। অনলাইন আবেদনের জন্য নিচের ওয়েবসাইট লিংকটি ব্যবহার করুনঃ https://bdris.gov.bd/br/application
অনলাইন আবেদনের একটি প্রিন্ট কপি নেন।
ধাপ ২ –
দূতাবাসের কন্স্যুলার কাউন্টারে অনলাইন আবেদনের কপির সাথে নিন্মলিখিত কাগজপত্রাদি জমা দেনঃ
ক) আবেদনকারীর জর্ডানের জন্ম সনদের আরবি ও ইংরেজি কপি ।
খ) বাবা ও মায়ের পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের অনলাইন কপি ।
গ) বাবা - মায়ের বিবাহের সনদপত্র / নিকাহনামার কপি ।
ঘ) বাংলাদেশের স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র (বিদ্যুৎ বিল অথবা জমির খারিজ অথবা পরচা অথবা দলিল অথবা হোল্ডিং ট্যাক্স রশিদ এর কপি অথবা চেয়ারম্যান সার্টিফিকেট) ।
ঙ) আবেদনকারীর দুই কপি ছবি ।
ধাপ ৩ –
দূতাবাসের কন্স্যুলার কাউন্টারে নির্ধারিত ফি জমা দেনঃ
আবেদনের সময় বাচ্চা ও বাবা-মাকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। তাই চাহিত সকল ডকুমেন্ট নিশ্চিত করে দূতাবাসে আসার জন্য অনুরুধ করা যাচ্ছে।