Complicated & Expensive Diseases Treatment Help

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী নিজে কোন জটিল রোগে আক্রান্ত হলে  চিকিৎসা সাহায্য তহবিল হতে অনুদান প্রদান করা হয়। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের 'জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান' সেবার আবেদন ফর্ম অনলাইনে পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে উল্লিখিত হচ্ছে। এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে http://eservice.bkkb.gov.bd/ এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন।